জায়ফর নগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

রাহেলা সিদ্দিকা, মৌলভীবাজার:

জুড়ী উপজেলার ৫নং জায়ফর নগর ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৩০ মে বুধবার দুপুরে ইউ,পি মিলনায়তনে এক বাজেট সভা জায়ফর নগর ইউ,পি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। অতিথি ছিলেন কামিনীগঞ্জ বাজার বণিক সমিতির নেতা হাজী কামাল উদ্দিন, আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সকল ইউ,পি সদস্য, সদস্যাগণ। বাজেট সভায় উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউ,পি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৭ শত ৩০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ১ শত ৮৮ টাকা। উদ্ধৃত ৩ লাখ ৪১ হাজার ৫ শত ৪২ টাকা।