মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে ৯০ পিস ইয়াবাসহ হাসিম উদ্দিনকে (৪০) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )।

গোয়েন্দা পুলিশের এসআই মমিন উল্লাহ জানান, সোমবার দুপুরে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাসিম উদ্দিন জগন্নাথপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

হাসিম দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।

গোয়েন্দা পুলিশের এসআই মমিন উল্লাহ আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।