মৌলভীবাজারে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ও এক শিশু আহত হয়েছে।

নিহতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে অঞ্জনা আক্তার (৭) ও একই থানার বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)।

নিহত দু’জন পরিবারের সঙ্গে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকতো।

তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত শিশুর নাম আয়েশা আক্তার (৮)।

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ জানান, সোমবার দুপুরে পৌর শহরের দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলো।

এ সময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো দু’জন পানিতে ডুবে আছে।পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।