দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের দায়িত্বভার হস্তান্তর

রাহেলা সিদ্দিকা, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. আজির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার্থে ঢাকা যাওয়ার প্রাক্কালে তার দায়িত্বভার হস্তান্তর করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের অনুমতিক্রমে গত ১৯ মে থেকে পরিষদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার নিমিত্তে প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন।

চেয়ারম্যান আজির উদ্দিন সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করবেন। এজন্য পরিষদের সকল সদস্যগণ ও অত্র ইউনিয়নের নাগরিকবৃন্দের প্রতি প্যানেল চেয়ারম্যানকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি এবং তাঁর আশু রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া/আশিবার্দ চেয়েছেন চেয়ারম্যান আজির উদ্দিন।