বাহুবলে মাদক ও জলমহাল নিয়ে সংঘর্ষ, আটক ১৪

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বাহুবলে মাদকের ভাগবাটোয়ারা ও জলমহালের দ্বন্দ্বের বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহলিাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা যায়, উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের মাদক ব্যবসায়ী বশির মিয়ার ও একই গ্রামের ইউসুফ মিয়ার সাথে মাদক ক্রয় বিক্রয়ের দ্বন্দ্বের জের ধরে শুক্রবার বেলা দেড়টায় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় একই গ্রামের বৃন্দাবন সরকারী কলেজের ছাত্র মহিদুল ইসলাম মহিদ তাদের বিষয়টি দেখে এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী বশির তাকে লাঞ্ছিত করেন।

এর জের ধরে বিকাল ৫টার দিকে মাদক ব্যবসায়ী বশির গ্রুপ ও ইউসুফ-মাহিদ গ্রুপ একত্রিত হয়ে দেশিয় অস্ত্রস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, থানার ওসি মো. মাসুক অলী ঘটনাস্থলে পৌঁছে ৪০ রাউন্ট রাবার বুলেট ও ২০ রাউন্ট টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত অবস্থায় যুবলীগ নেতা ফরহাদ, তাজুল ইসলাম, মাসুক মিয়া, বদরুল ইসলাম, ইউসুফ আলী, মহিদ মিয়া, শহীদ মিয়া, নায়েব আলী ও মতিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশের ভয়ে ইউসুফ আলী সহ তার লোকজন পালিয়ে যায়।

অন্যান্য আহতদের বাহুবল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের নামের মাদকের কোন মামলা নেই। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।