রাজনগরে ভাইয়ের হামলায় ভাইয়ের মৃত্যু

রাজনগর প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইয়ের হামলায় আহত বজরু খানের (৫৫) নামে অপর ভাই মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। নিহতের ছেলে বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। রাজনগর থানার পুলিশ এজহারভূক্ত দুই নারীকে গ্রেফতার করেছে। বুধবার বিকালে নিহতের লাশের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত রহিম খানের ছেলে বজরু খানের (৫৫) সাথে জমিজমা নিয়ে তার সহোদর ভাই গৌছ খান ও ভাতিজা আলম খানের পূর্ব বিরোধ ছিল। গত সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বজরু খান বাড়ির পাশের জমি চাষ করতে যান। এ সময় তার ভাই ও ভাতিজা জমি চাষ করতে নিষেধ করেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গৌছ খান ও আলম খানসহ বশে কয়েখজন ব্যক্তি ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। পরে বজরু খানের পরিবারের সদস্যরা এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বজরু খান, সিরাজ খান, রিপন খান, রনি বেগম, শাকিল খান। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন থাকাবস্থায় বজরু খানের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বুধবার নিহতের লাশের জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে নেওয়াজ খান বাদী হয়ে সোমবার রাজনগর থানায় মামলা (নং-২৭, ২১/০৫/২০১৮) করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় অভিযান চালিয়ে শেফা বেগম (৩৫) ও ফাহিমা খানম (১৯) নামে এজহারভূক্ত দুই আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, নিহতের ছেলে হামলার ঘটনায় মামলা করেছিলেন। এখন মামলাটিতে হত্যার ধারাটি যুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।