শ্রীমঙ্গলে ৭ মাদকসেবীর কারাদন্ড

ডেস্ক রিপোর্ট :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১১ টায় উপজেলা সদরের ভারাউরা কালীমন্দির এলাকা হতে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে র‌্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মিলন দেব (৫৫), রনি সুচিয়ান (৩৩), গোপাল দেব (৫৮), আলী আজগর (৫৫), মো. লিটন মিয়া (৩২), মো. সালাউদ্দিন (৩৪) এবং সীতারাম গুড় ( ২৫) কে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।

পরবর্তীতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশশেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেক মাদকাসক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।