নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি :

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় এঘটনা ঘটে। এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মডেল বাজার নামকস্থানে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বৈদ্যুতিক খুঁটি বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়।

হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি।