হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে দুই বস্তা গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার রাত ৯ টায় চুনারুঘাট মধ্য বাজার গোলচত্বর থেকে দুজনকে আটক করা হয়। এ সময় দুই বস্তা গাজাঁসহ একটি প্রাইভেট কার জব্দ কওে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াজখালী গ্রামের মৃত কাদের মিয়া পুত্র খোরশেদ আলী (২২) ও পশ্চিম হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল কাদের (২০)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমেরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুনারুঘাট মধ্য বাজারের গোলচত্বও দিয়ে একটি প্রইভেট কারে করে মাদক পাচার হচ্ছে। গোপণ সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো ভ – ০২-১৬০৩) দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি তল¬াশি করে দুই বস্তা গাজাঁ পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত দুই বস্তায় ২০ কেজি গাজাঁ রয়েছে। যার বাজার মূল্যে ২ লক্ষাধিক টাকা। তাছাড়া আটককৃত দুই মাদক ব্যবসায়ি পেশাধারি বলেও বিজ্ঞপ্তিতে উলে¬খ্য করা হয়।