বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার বিকেলে বড়লেখা পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঁচা-বাসি মিষ্টি রাখার দায়ে বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন করা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য না রাখার জন্য সবাই সতর্ক করা হয়।

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’