হবিগঞ্জে গরুর খড় খাওয়া নিয়ে সংঘর্ষ, আটক ১৩

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার হুরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হুরগাঁও গ্রামের আয়াত আলীর খড় খেয়ে ফেলে একই গ্রামের শামীম মিয়ার গরু। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের পক্ষে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।