শমসেরনগরে শাশুড়িকে খুন করেছে জামাতা

ডেস্ক রিপোর্ট:

পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন তার আপন জামাতা।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে শহরের শমসেরনগর রোডের শ্যামলী এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেলা বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বিকালে জামাতা আলী মিয়ার সঙ্গে শাশুড়ি রুকেয়া বেগমের (৫৫) বাকবিতণ্ডা বাধে। এতে ক্ষিপ্ত হয়ে আলী দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়িকে কুপিয়ে আঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকারে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রুকেয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে জামাতা আলী পলাতক রয়েছেন ।