শ্রীমঙ্গল ও মাধবপুরে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :

শ্রীমঙ্গলে ও মাধবপুরে পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক হয়েছেন।

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জুনায়েদ হোসেন কে ৫ কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানার উপ পরিদর্শক সামস তাব্রবিজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর ৬টায় ৫ কেজি গাজাঁসহ মাধবপুর সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলার সামনে হতে তাকে আটক করেন। সে শ্রীধরপুর গ্রামের টাক্কু মিয়ার ছেলে। তাহার সহযোগী আরেক জন পালিয়ে গেছে। তাহার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোলাই মদসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

তার নাম মো. মাশুক মিয়া (১৯)। সে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোড গ্রামের মো. আলী হোসেনের পুত্র।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে সিপিসি-২ এর একটি দল ৩৮ লিটার দেশীয় চোলাই মদসহ মাশুক মিয়াকে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানা।