মৌলভীবাজারে বাসচাপায় নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় শনিবার সকালে বাস চাপায় দুইজন মারা গেছেন। নিহতরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে সিএনজি অটোরিকশার চালক তারেক মিয়া (২২) এবং বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০)।

মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছেন।