নবীগঞ্জে শাশুড়ি ও পুত্রবধূকে খুন

 

নবীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়ি ও পুত্রবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদলাপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুমি বেগম (২২)।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান জানান, নারী সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।