রাজনগরে সড়ক দুর্ঘটনায় উকিলের মৃত্যু

 
কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জুয়েল আহমদ (৪০) নামে এক আইনজীবির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো ৩জন গুরুতর আহতবস্থায় চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১১ মে) সকাল ৭ টার দিকে রাজনগর উপজেলা ফেঞ্চুগঞ্জ সড়কের উওরভাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, জুয়েল আহমদের চাচাত ভাই প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়ি চালক কাঞ্চন মিয়া (৩৫) । তাদের বাড়ি সিলেটর ফেঞ্চুগঞ্জ এলাকার ভেলাকুনা গামের বাসিন্দা বলে পুলিশ জানায় ।

রাজনগর থানার এসআই মো. মোকসেদ আহম্মদ জানান, জুয়েল আহমদের চাচাতো ভাই প্রবাসী ইমরানকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে সিলেট বাড়ি ফেরার পথে রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি পাশ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইনজীবি জুয়েলকে মৃত ঘোষণা করেন।