মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে সাজিদ মিয়া এক কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার কারাগারে এ ঘটনা ঘটে।
সাজিদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বষিজোড়া গ্রামের মৃত খতিব উল্লার ছেলে।
জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, সাজিদ মিয়া মাদক মামলায় কারাগারে ছিল। দুপুরে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে জেলা কারাগার থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।