গাছ ভেঙে ইঞ্জিনের ওপর, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

 

কমলগঞ্জ প্রতিনিধি :
ঝড়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত রেলপথে সংস্কার কাজ চলছে।

সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে একটি গাছ ভেঙ্গে উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর পড়ে। এরপর যাত্রীবাহী উদয়ন ট্রেন আটকা পড়ে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ও ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মহিউদ্দীন আহমদ জানান, ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।