বানিয়াচংয়ে বজ্রপাতে ২ কৃষকের প্রাণহানী

বানিয়াচং প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের কবিরপুর ও তেলগরি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২২) ও তেলগরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অধীর ও বসু গ্রামের পার্শবর্তী হাওরে ধান কাটতে যায়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১ মে মঙ্গলবার দুপুরে হাওর থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা সদরের জাতুকর্ণপাড়ার শামসুল হক (৪০), ২ মে বুধবার উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকার মৃত তৈয়ম উল্লাহর ছেলে করিম উল্লাহ (৬০), বড়ইউড়ি গ্রামের তাহের মিয়ার ছেলে শাহীন মিয়া (২৫) ও ৪ মে শুক্রবার উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের মুড়ারঅাব্দা গ্রামে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে যতীন্দ্র চন্দ্র দাসের ছেলে রনধীর চন্দ্র দাস (৩৫) নামে এক কৃষক মারা যান।

এ নিয়ে মে মাসের এই ৭ দিনে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন কৃষক।