হবিগঞ্জ জেলা ছাত্রদল সেক্রেটারি গ্রেফতার

 

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে জেলা আদালতের পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রুবেল আহমেদ চৌধুরী সোমবার দুপুরে আদালতের পার্শ্ববর্তী এলাকায় যান। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে। রুবেল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মাঝে ১টি অস্ত্র, ১টি পুলিশ এসল্ট ও ৩টি দাঙ্গা-হাঙ্গামা। এর মাঝে ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।