হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলা কারাগারে মোঃ আবদুল হক (৩৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে তার মৃত্যু হয়। হাজতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেল সুপার গিয়াস উদ্দিন।

মৃত আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

তিনি জানান, শনিবার সকাল ৬টার দিকে ওই হাজতীর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে জেল কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

জেল কর্তৃপক্ষ জানায়, ২০১৪ সালে পারিবারিক বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় সাজা হলে আব্দুল হককে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।