নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানচাপায় সানুক মিয়া নামে (৪২) এক পথচারী নিহত হয়েছেন। নিহত সানুক মিয়া বালাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নজিব উল্লাহ’র ছেলে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সানুক মিয়া তার শ্বশুর বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামে বেড়াতে আসেন। সেখান থেকে শনিবার ভোরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন তিনি।
এ সময় একটি পিকআপ ভ্যান মাছ নিয়ে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে মডেল বাজারে পৌঁছলে পিছন দিক থেকে সানুক মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই সানুক মিয়ার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।