মাধবপুরে সাড়ে তিনমণ গাঁজা জব্দ

 

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে এই মাদক জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশিদ জানান, বিজিবি মনতলা বিওপির নায়েক শাহ ইমরানের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে ১৩৩ কেজি গাঁজা জব্দ করে।

অপরদিকে বিজিবি ধর্মঘর বিওপির হাবিলদার শওকত আলীর নেতৃত্বে একদল জোয়ান উপজেলার আলী নগর এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ এবং ২০ লিটার ভারতীয় বাংলা মদ জব্দ করে।

উভয় অভিযানে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদক মহনকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।