কুলাউড়ায় বজ্রপা‌তে ছাত্রীর মৃত্যু

 

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বজ্রপা‌তে বরমচাল স্কুল এন্ড ক‌লে‌জের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী লাবনী আক্তার (১২) মারা গে‌ছে। সে উপ‌জেলার বরমচাল ইউ‌নিয়‌নের আকিলপুর গ্রা‌মের বাবুল মিয়ার মে‌য়ে।

শুক্রবার (৪ মে) সকাল ৯টার দি‌কে বরমচাল ইউ‌নিয়‌নের নন্দনগর (আ‌কিলপুর) গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দি‌কে কৃ‌ষি‌ক্ষে‌তে ব্যস্ত বাবা‌র খোঁজ কর‌তে বাই‌রে বের হ‌লে বজ্রপা‌তে আহত হয়। এসময় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বরমচাল ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, প‌রিবা‌রের লোকজন পোস্ট ম‌র্টেম ছাড়া লাশ দাফ‌নের জন্য সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের কা‌ছে আ‌বেদন ক‌রে‌ছে।

কুলাউড়া হাসপাতা‌লের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, পু‌লিশ তদন্ত সা‌পে‌ক্ষে বজ্রপা‌তে নিহত লাবনীর লাশ দাফ‌নের ব্যাপা‌রে সিদ্ধান্ত নি‌বে।

কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, তদন্তের জন্য ঘটনাস্থ‌লে এসআই জ‌হিরুল ইসলাম‌কে পা‌ঠি‌য়ে‌ছি। বজ্রপা‌তে নিহ‌তের সত্যতা পে‌লে আমরা লাশ দাফ‌নের ব্যাপা‌রে সিদ্ধান্ত দিব।