হবিগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

হবিগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

115248

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের খোয়াই নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

হবিগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বুধবার (২ মে) রাতে তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।