সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীসহ সীমান্ত নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকালে সুরমা নদীর ষোলঘর পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের নিম্নাঞ্চল নবীনগড়, বনানীপাড়া, ষোলঘর, তেঘরিয়া, বড়পাড়া কাজির পয়েন্ট, বিলপাড়সহ বিভিন্ন আবাসিক এলাকায় প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পানির নিচে নিমজ্জিত আছে। হাওর ও নদীর পানি বেড়ে তাহিরপুর , দোয়ারাবাজারসহ নিম্মাঞ্চলের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীসহ সীমান্ত নদ-নদীগুলোতে পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যার আশংকা রয়েছে।