বইমেলা প্রাণবন্ত রেখেছিল ‘বালিকণা’

 

ডেস্ক রিপোর্ট:

দেশ জাতি ও মানুষের অতিত বর্তমানের কথা জানতে বইয়ের বিকল্প নেই। সিলেটে বইমেলা চলছে গত ২৪ জুন থেকে। রিকাবীবাজার স্টেডিয়াম জিমনেসিয়াম হলে চলতে থাকে এই বইমেলা। বই প্রেমি পাঠক ও উপস্থিতিদের প্রাণবন্ত রাখতে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার।

গত ২৫ মে তমনি এক সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে বাংলা গানের দল বালিকণা। তাদের গানের কথা ছিলো ঝিলমিল ঝিলমিল করেরে/ভাইরে ভাই/ রসিক যেজন প্রেম জোয়ারে। সংগীতা অনুষ্ঠানকে অনিন্দ্য করে তুলেছিল বালিকণার বিপ্রদীপ, শুভ, রানা,সাগর, রাজ, এনি, অর্জুন ও নাজমুল।