তাতীলীগ নেতা পারভেজ আহমদ রাজু ঈদ শুভেচছা জানিয়েছেন লাউতা ইউনিয়নসহ সিলেটেবাসীকে

হাবিবা আক্তার জেছি

সিলবাংলা ডেস্ক ঃসিলেট মহানগর তাতীলীগ নেতা পারভেজ আহমদ রাজু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নসহ সিলেটেবাসীকে ঈদের শুভেচছা জানান। পারভেজ আহমদ রাজু বিবৃতিতে জানান এবারের ঈদ হোক গরীবের পাশে থাকার ত্যাগ। আমরা অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যেনো আমরা ঈদ পালন করি। সবচেয়ে বড় বিপদকালীন সময় দেশবাসী অতিক্রম করছেন।করোনকালের এই ঈদ হোক স্বাস্থ্য বিধিমেনে চলার ঈদ। ঈদগাহের নামাজ, কোরবানিসহ সর্বক্ষেত্রে সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এলাকার এই সমাজসেবক। তিনি কোরবানির গোস্ত এই সময়ে সকল হত দরিদ্রের ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। কোরবানী শেষে পরিস্কার পরিচন্ন করে জীবানুমুক্ত বাড়ী রাখার ও আহবান জানিয়েছেন