সিলবাংলা ডেস্ক ঃ
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজে’লার লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাংলি গ্রামের বাসিন্দা ক্যান্সার আ’ক্রান্ত আয়নুল হক চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজে’লা আওয়ামী লীগের দায়িত্বশীলরা তাঁর হাতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন।
হাবিবা আক্তার জেছি //