ভারতে ভুয়া এনকাউন্টারের দায়ে মেজর জেনারেলসহ ৭ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

ভারতের আসামে এনকাউন্টারের নামে মানুষ হত্যার দায়ে মেজর জেনারেলসহ সশস্ত্র বাহিনীর ৭ সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। ২৪ বছর আগের মামলাটির রায় দেয়া হয় সোমবার। এনডিটিভি।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন দুজন কর্নেল, দুজন ক্যাপ্টেন এবং দুজন নায়েক পদমর্যাদার সদস্য।

জানা যায়, ১৯৯৪ সালে আসামের এক চা-বাগান কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনসুকিয়া জেলার বিভিন্ন স্থান থেকে ৯ জনকে তুলে যায় অভিযুক্তরা। তাদের মধ্যে ৫ জনকে ভূয়া এনকাউন্টারে হত্যা করে সেনারা। তাদেরকে উলফার সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়। বাকি চারজনকে ছেড়ে দেয়া হয়।

সে ঘটনায় চলতি বছরের জুলাইয়ে সেনাদের কোর্ট মার্শাল শুরু হয়। যার রায় দেয়া হয় রবিবার।

মামলার বাদি আসামের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুয়ান বলেন, ‘আমি রায়ে সন্তুষ্ট। সেনাবাহিনীর বিচার ব্যবস্থা, গণতন্ত্র, এবং শৃঙ্খলার প্রতি আমি অত্যন্ত আস্থাবান।’