ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত

ছাতক প্রতিনিধি :

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বসানোর স্থান নির্ধারণকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আনসার মিয়ার সাথে একই এলাকার সুরুজ মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়।

সংঘর্ষে গুরুতর আহত জাহেদ হোসেন (২৬), রমজান আলী (১৬), শাহজাহান মিয়া (৪৫), সাহেদ হোসেন (২৩), মোতাহার হোসেন (২৬), মনিরুজ্জামান (২৫), নুরুজ্জামান (৩২) ও সরুজ্জামান (১৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।