সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ থেকে ব্যারিস্টার ইমনকে প্রার্থী দেওয়ার দাবি

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ:

‘সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকাত বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ ¯েøাগান নিয়ে সুনামগঞ্জ পৌর শহরে নৌকার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ৩টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের নেতৃত্বে এই গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে অংশ নিতে সকাল থেকে সুনামগঞ্জ পৌর শহরে, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এসে জড়ো হন এবং সেখানে সমাবেশ হয়। সমাবেশের পরে শহরে গণমিছিল বের হয়। মিছিল নৌকা, এনামুল কবিরের সমর্থনে নানা ¯েøাগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নান্টু রায়, যুগ্ম সম্পাদক এড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,কোষাধ্যক্ষ ইশতেয়াক হোসেন শামীম,পৌর আওয়ামীলীগ নেতা এড. মলয় চক্রবর্তী রাজু,জেলা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলা সদরের আসন হিসেবে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর) নির্বাচনী এলাকার বিশেষ গুরুত্ব রয়েছে। জেলা সদর থেকেই জেলার রাজনীতি নিয়ন্ত্রিত হয়। গত দুটি জাতীয় নির্বাচনে এখানে মহাজোটর শরিক জাতীয় পার্টি থেকে প্রার্থী দেওয়ায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কোনোভাবেই এই আসনটি শরিকদের দেওয়া যাবে না। আওয়ামী লীগ থেকে এনামুল কবিরকে প্রার্থী দেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।