মিয়ানমার নাগরিকের শিরশ্ছেদ করলো সৌদি

অনলাইন ডেস্ক

এক নারীকে হত্যার দায়ে মিয়ানমারের এক নাগরিকের শিরশ্ছেদ করেছে। খবর সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সির।

সরকার প্রকাশিত এক প্রতিবেদনে বলায় হয়, মুসলমানদের পবিত্র নগর মক্কায় ইলিয়াস আবদুল কালাম জামালেদিন নামে মিয়ানমারের ওই নাগরিকের শাস্তি কার্যকর করা হয়। তাঁর বিরুদ্ধে এক নারীর ঘরে ঢুকে গুলি ও ছুরিকাঘাত করে খুনের অভিযো প্রমাণিত হয়েছে। চুরি, ধর্ষণচেষ্টা ও আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

আদালত শাস্তি দেয়ার পর যুবরাজ সালমান মৃত্যুদণ্ডে অনুমোদন দেন।