শিকাগোতে এক সপ্তাহে ৬৬ জন গুলিবিদ্ধ, নিহত ১২

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক সপ্তাহে ৬৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ জন। শুক্রবার সকাল ৬টা থেকে রবিবার বেলা ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

শিকাগোর পুলিশ সুপার এডি টি জনসন বলেন, এটা কোন গোপন বিষয় নয় যে, শিকাগো শহরের জন্য এটি একটি সহিংসপূর্ণ সপ্তাহ ছিল। এগুলোর মধ্যে কিছু ঘটনা ছিল টার্গেটেড এবং অন্যগুলো গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্ব।

তিনি আরো বলেন, এসব ঘটনায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আর ৬০টি বন্দুক জব্দ করা হয়েছে। তবে সহিংসপূর্ণ এসব ঘটনায় সুনির্দিষ্টভাবে কাউকে গ্রেফতার করা যায়নি।

শিকাগোর মেয়র রাহম ইমানুয়েল সকল নাগরিকদের বলেন, এই শহরের প্রতিটি কোণের জন্য আমাদের একটি দায়িত্ব আছে। আমাদের সকলকে এক হতে হবে। সহিংসপূর্ণ আচরণের বিরুদ্ধে কথা বলতে হবে।