সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নাজমুল স্মরণে দোয়া মাহফিল

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৮
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নাজমুল স্মরণে দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহীদ জগৎ জ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে নাজমুল স্মৃতি সংসদের এ স্মরণসভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নামজুলের সেই মৃত্যু পুরো সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছিল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোব্ধ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলেন। একজন মেধাবী তরুণকে হারিয়ে শোকের সাগরে ভাসছে তার পরিবার।

নামজুলের স্মৃতি রক্ষার্থে দুর্ঘটনাস্থলে জেলা পরিষদের অর্থায়নে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুকুট।

নাজমুল স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অধ্যক্ষ (অব:) পরিমল কন্তি দে, অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, আ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, জেলা বিএনপি নেতা নাদির আহমদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, নাজমুলের ভাই অ্যাডভোকেট আমিরুল হক, শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালের ২১ জুলাই নিজ বাড়ি বড়ঘাট থেকে বিদ্যালয়ে আসার পথে মল্লিকপুর উপজেলা সংলগ্ন রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির মেধাবী ছাত্র নাজমুল হক।