ছাতকে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

ছাতক প্রতিনিধি:

ছাতকে সাজনা বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামের ফয়জুল ইসলামের স্ত্রী। রোববার মধ্যরাতে এঘটনাটি ঘটে।

সাজনা বেগমের শশুর বাড়ির লোকজন এটাকে আত্মহত্যা দাবি করলেও তার বাবা এটাকে হত্যা বলে দাবি করছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার ভোররাতে ফয়জুল ইসলাম তার স্ত্রী সাজনা বেগমকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে একটি গাছের নিচে তার মৃত দেহ দেখতে পান। ফয়জুল ইসলাম দাবি করছেন ঐ গাছের সাথে ফাঁস দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। দীর্ঘক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকার পর দড়ি ছিড়ে তিনি হয়তো মাটিতে লুটিয়ে পড়েছেন। তবে সাজনা বেগমের বাবার বলছেন পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ছাতক থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে ময়নাতদন্তের পর কিছুটা রহস্য উদ্ঘাটন হতে পারে।