সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে, পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ও কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার সহ সারাদেশের গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন বিএনপির কার্যালয়ের সামন থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে আসতে চাইলে খামারখাল সেতুর সামনে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ শাহ,সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা প্রমুখ।

বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়া পায়তারা করছে। অবিলম্ভে বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীদেরকে মুক্তি দেয়ার দাবি জানান।