ব্যারিস্টার ইমনকে সুনামগঞ্জ সদর আসনে নৌকার মাঝি করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সুনামগঞ্জ সদর আসনে নৌকার প্রার্থী দেয়ার দাবি উঠেছে। তৃণমূল নেতা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমন্ত তালুকদার ওই দাবি তুলে ধরে বলেন সদর আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) নৌকার মাঝি হিসেবে ব্যারিস্টার এনামুল কবির ইমনকে দেখতে চান এলাকাবাসী।

গণভবনে শনিবারে আয়োজিত ওই সভায় সুনামগঞ্জ থেকে একমাত্র তৃণমুল কর্মী হেমন্ত তালুকদারকে বক্তব্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি ব্যারিস্টার ইমনসহ একাধিক নেতা নিশ্চিত করেছেন।

হেমন্ত তালুকদার বলেন, সুনামগঞ্জ সদর আসনটি নৌকার। এই আসনের আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই আসনে নৌকার বিজয় হবে নিশ্চিত। এই আসনে ব্যারিস্টার ইমন নৌকার মাঝি হলে বিজয় সুনিশ্চিত হবে। এই অবস্থায় ওই আসনটিতে নৌকার প্রার্থী হিসেবে ব্যারিস্টার ইমনকে আমরা দেখতে চাই।