আমেরিকার রাস্তায় পরিত্যক্ত বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক:

সমাজের অনেক অসচেতন ব্যক্তিই ময়লা-আবর্জনাসহ বিভিন্ন কিছু রাস্তাঘাটে ফেলে থাকে। কিন্তু তাই বলে মাঝ রাস্তায় যদি কেউ আস্ত একটা ঘর ফেলে যায়! সে কেমন ব্যক্তি? তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশে!

মঙ্গলবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের রাজধানী ডোভেরের রাস্তায় একটি ভ্রাম্যমাণ বাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ডোভের পুলিশ বিভাগ তাদের ফেসবুকে পোস্টে জানায়, লং পয়েন্ট রোডে কেউ একজন তার বাড়ি ফেলে গেছে। না এটি কোনো রসিকতা নয়।’

বাড়িটির পিছনে একটি ব্যানারে লেখা ছিল ‘ওভারসাইজ লোড’।

পুলিশ আরো বলেছে, বাড়িটির জন্য রাস্তাটি বন্ধ আছে। পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত নাগরিকদের চলাচলের জন্য অন্য রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।’

পোস্টটি তের হাজারের বেশি বার শেয়ার ও দুই হাজারের বেশি ব্যক্তি কমেন্ট করেছেন।

একজন মজা করে লিখেছেন, ‘বিনামূল্যে একটি বাড়ি পেতে আমি স্বেচ্ছাসেবী হতে চাই।’

আরেকজন লিখেছেন, ‘গরিব পরিবার, রাস্তায় বাস করতে বাধ্য করা হয়েছে।’