অনলাইন ডেস্ক :
দুঃসাহসী ফরাসি কিশোরের নাম টম গোরন। মাত্র ১২ বছর বয়স তার। একটি ডিঙ্গি নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে সে।
ইংল্যান্ড থেকে স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে নৌকায় করে রওনা দেয় টম গোরন। দীর্ঘ পথ অতিক্রম করে ১৪ ঘণ্টা ২০ মিনিট পর ফ্রান্সে পৌঁছে সে।
আর তাতেই পুরনো রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লেখায় ফরাসি ওই স্কুলছাত্র। এর আগে ২০১৬ সালে টম গোরনের চেয়ে ৩৬ মিনিট বেশি সময় নিয়ে এ চ্যানেল পাড়ি দিয়েছিল ১৫ বছরের কিশোর বয়েলেট ডরাঞ্জ।
ছেলের এমন অনন্য রেকর্ডের পর টমের মা বলেন, তার ছেলে ছোটকাল থেকেই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার ৯৬ কিলোমিটারের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার স্বপ্ন দেখে আসছে। আজ তার ওই স্বপ্ন পূরণ হল।
এ ছাড়া এ ব্যাপারে ফরাসি পত্রিকা লা ফিগারোকে দেয়া এক সাক্ষাৎকারে টমের বাবা বলেন, ছেলে যাতে বড় কোনো বিপদে না পড়ে সেজন্য তিনি টমের ডিঙ্গির পেছনেই আরেকটি নৌযানে করে তাকে অনুসরণ করেছেন।
৫ ঘণ্টা চলার পর টম সাগরে ভয় পেয়ে ফিরে আসতে চেয়েছিল। তখন তার বাবাই তাকে সাহস জুগিয়েছেন।