সৌদি আরবে মোতায়েনরত সেনা প্রত্যাহার করে নেবে মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ার নতুন সরকার সৌদি আরব থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নেবে। খবর আল জাজিরার।
বুধবার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু বলেন, সৌদিতে সেনা মোতায়েনরত রেখে মালয়েশিয়া একটি আঞ্চলিক সংঘর্ষে জড়িয়ে পরার ঝুঁকিতে আছে।
সাবু বলেন, মালয়েশীয় সেনারা ইয়েমেনে সৌদি- নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলা অভিযানে অংশ নিচ্ছে না।
তিনি বলেন, মালয়েশিয়া সবসময় নিরপেক্ষতা বজায় রেখেছে। কখনো কোন আগ্রাসী পররাষ্ট্র নীতি অবলম্বন করেনি।
সৌদি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয় বলে জানা সাবু। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার করে শিগগিরই সেনা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, অন্যান্য আরব দেশের সঙ্গে মিলে সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে হয়ে সেখানে স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
তখন থেকে এখন পর্যন্ত ওই যুদ্ধ থেকে অনেক দেশই নিজদের সরিয়ে নিয়েছে। বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতই সেখানে হামলা চালানো অব্যাহত রেখেছে।
এই সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘ জানিয়েছে, গত বছর ইয়েমেনে নিহত অর্ধেক শিশুর মৃত্যুর কারণ ছিল সৌদি- নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলা।