হাওরাঞ্চলে ফাইভ স্টার পপুলার এগ্রো লিমিডেট কোম্পানির যাত্রা শুরু

দিরাই প্রতিনিধি :

দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদীর তীরে চাপতির হাওরে বিশ একর জমি নিয়ে যাত্রা শুরু করেছে হাওরাঞ্চলের মৎস্য উৎপাদন কেন্দ্র ফাইভ স্টার পপুলার এগ্রো লিমিটেড কোম্পানী।

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরীর ব্যবস্থাপনায় প্রকল্পটিতে গতকাল সোমবার বিভিন্ন প্রজাতির ৩লক্ষ মাছের পোনা ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কোম্পানির প্রধান উপদেষ্ঠা হাজী আব্দুল মালিক।

কোম্পানির চেয়ারম্যান শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোহন চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি সামছুল ইসলাম সরদার খেজুর, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, তাড়ল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান হোসাইন, মাওলানা নজির আহমদ, লোকমান আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রকিব চৌধুরী, তাড়ল গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সুমন চৌধুরী, রাজীব চৌধুরী, সুরজামিন চৌধুরী, হুমায়ূন চৌধুরী প্রমুখ।

ব্যবস্থাপনা পরিচালক মোহন চৌধুরী বলেন, এখন মৎস্য উৎপাদন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে গরু ও ভেড়ার খামার করবো। বায়ূগ্যাস প্লান্টের মাধ্যমে গ্রামে গ্যাস সরবরাহ করবো ইনশাআল্লাহ। এ প্রকল্প থেকে প্রতিবছর তাড়ল, জালালপুর, রামপুর কওমী মাদ্রাসায় ৫০হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা ও এখানে শতাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেও জানান তিনি।