ছাতকে আ’লীগ নেতা নিখোঁজ

ছাতক প্রতিনিধি :

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের পুরান মইশাপুর গ্রামের ফারুক আহমদ (৪৫) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাতে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছেন।

শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তাঁর পরনের ব্যবহৃত জুতা ও ছেঁড়া লুঙ্গি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ফারুক আহমদকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।

খবর পেয়ে শনিবার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে এবং তাকে উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে।

নিখোঁজ ফারুক আহমদ পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সত্তার মাষ্টারের পূত্র।

এ ব্যাপারে এএসপি সার্কেল দুলন মিয়া, ও ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উদ্ধারকাজ চালাচ্ছে।