সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার নাম হালিমা খাতুন (৭০)। তিনি উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামের মৃত ইফনুস আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর নগর গ্রামের পাশের পাকা রাস্তা পারপারের সময় স্থানীয় মঙ্গলকাটা বাজার থেকে একটি যাত্রীবাহী মোটর সাইকেল হালুয়ারঘাট বাজারে আসার পথে ঐ বৃদ্ধা মহিলাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায়। স্থানীয় জনতা মোটর সাইকেলটি আটক করে এবং ঐ বৃদ্ধা মহিলাকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।