সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌরশহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে আসতে চাইলে খামারখাল সেতুর সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি আকবর আলী, অ্যাড. আব্দুল হক, রেজাউল হক, আনিসুল হক, আনছার উদ্দিন,নাদীর আহমেদ, প্রমুখ।