শাল্লায় নৌকা ডুবে শিশুসহ নিহত ২

শালালা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার মুক্তারপুরের ঢালা নামক স্থানে নৌকা ডুবে নাতনী আলো রানী দাস (১) ও নানী সুচিত্রা রানী দাসের (৭০) মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টায় দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রৌয়াইল কাদিরপুর গ্রামে রামচন্দ্র দাসের স্ত্রী সুচিত্রা রানী দাস ও তার নাতনী আলো রানী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সুচিত্রা রানী আলোসহ কয়েক জন আত্মীয়-স্বজন নিয়ে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামে তার অপর এক মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে শাল্লা উপজেলার মুক্তারপুরের ঢালায় পৌঁছলে হঠাৎ ঝরের কবলে পড়ে তাদের বহন করা নৌকাটি ডুবে যায়।

এতে অন্যান্যরা সাঁতার কেটে ওঠলেও আলো ও সুচিত্রা পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছে।