ছাতকের ইউপি চেয়ারম্যানকে যেভাবে অপহরণ করা হয়

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে সিলেটের টুকেরবাজার এলাকা থেকে তুলে নেয়ার ঘটনায় অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এ জিডি করেন। জিডিতে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

জিডির বিষয়টি স্বীকার করে জালালাবাদ থানার ওসি (তদন্ত) আনোয়ার জানান, জিডিটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল তার জিডিতে উল্লেখ করেন, গত বুধবার ৬ জুন রাত সাড়ে ১২ টায় ছাতকের বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে টুকেরবাজার এলাকায় একটি জিপ তার প্রাইভেট কারের গতিরোধ করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৪/৫ জন লোক তাকে প্রাইভেট কার থেকে তুলে নিয়ে যায়। প্রথমে চেয়ারম্যান সাহেলের মোবাইল ফোনসেট, মানিব্যাগ ও হাত ঘড়ি তারা কেড়ে নেয়।

তুলে নেওয়ার পর শহরতলীর শিবেরবাজার এলাকা এবং পরবর্তীতে নগরীর কালিবাড়ি এলাকায় তাকে নিয়ে অবস্থান নেয় দুর্বৃত্তরা। ওই সময় তারা কর্ডলেস সাদৃশ্য মোবাইল ফোনে অজ্ঞাত লোকদের সঙ্গে কথা বলতে থাকে। এক পর্যায়ে আরো কয়েকজন লোক তাদের সঙ্গে যুক্ত হয়। পরে চেয়ারম্যানকে গোয়াবাড়ি এলাকায় একটি বাগানের ভেতর নিয়ে যায় তারা। তাকে তুলে নেওয়ার কারণ জিজ্ঞেস করলে তারা কোনো জাবাব না দিয়ে চুপ থাকার জন্য দু’বার ধমক দেয়।

জিডিতে তিনি উল্লেখ করেন, আনুমানিক রাত ১ টার দিকে ছিনিয়ে নেওয়া মোবাইল ও মানিব্যাগসহ যাবতীয় মালামাল তাকে ফেরত দেয় দুর্বৃত্তরা। তারপর বাড়াবাড়ি না করে ভবিষ্যতে সোজা হয়ে চলার হুমকি প্রদান করে গোয়াবাড়ি এলাকার রাস্তায় ফেলে দিয়ে দুর্বৃত্তরা চলে যায়। সেখান থেকে তিনি পায়ে হেঁটে লোকালয়ে আসেন।