যেভাবে পাকিস্তানি সেনাদের মোকাবেলা করে সোনম বাহিনী (ভিডিও)

অনলাইন ডেস্ক :

১৯ বছর আগে কারগিলের পাহাড় চূড়ায় চলছিল ভারত-পাকিস্তান যুদ্ধ। পাকিস্তানি সেনাদের ধ্বংস করতে আকাশ থেকে হামলা চালানো হয়েছিল। সাদা চাদরে মোড়া পাহাড় হয়ে উঠেছিল রক্তাক্ত। দুই পক্ষের বহু সেনা সেখানে নিহত হয়।

কারগিল যুদ্ধে মাত্র ৩০ জনের একটি সেনা দলকে নিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করছিল ভারতীয় মেজর সোনম ওয়াংচুক।

ওই পাহাড়ি পথটি ছিল পাকিস্তানি বাহিনীর ভারতের প্রবেশদ্বার। সোনম বাহিনী ১৮ হাজার ফুট উচ্চতার সেই শৃ্ঙ্গ নিজেদের দখলে রাখে। এ কৃতিত্বের জন্য মেজর সোনমকে মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়।

সেদিন কিভাবে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করেছিলেন মেজর সোনম তা প্রকাশ করেছেন তিনি। টুইটারে মেজর সোনমের সেই লড়াইয়ের কাহিনী তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

কী হয়েছিল সেদিন?

১৯৯৯ সালের মে মাসে ছুটিতে ছিলেন মেজর সোনম। হঠাৎ খবর পান তাকে যুদ্ধে যেতে হবে। দুই দিন পর বাতালিকের বিএসএফ ক্যাম্পে হাজির হন তিনি।

ইতিমধ্যে কতজন পাকিস্তানি সেনা ভারত সীমান্তে ঢুকে পড়েছে তা ভারতীয়দের জানা ছিল না। ওই ১৮ হাজার ফুট উচ্চতায় আরো কত পাকিস্তানি সেনা রয়েছে তাও তারা জানতো না।

এমন পরিস্থিতি হঠাৎ ভারতীয় সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক সেনারা। আচমকা হামলায় বহু ভারতীয় সেনা নিহত হয়।

এসময় মৃতদেহগুলো নিয়ে যাওয়ার জন্য একজন সেনাকে সেখানে রেখে বাকীদের নিয়ে সামনে এগিয়ে যান মেজর সোনম।

পাহাড়ের উপর উঠার পথে একটি সুবিধাজনক অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর বোল্ডার ছুঁড়তে শুরু করেন সোনম বাহিনী। তিন ঘণ্টার চেষ্টায় সারা পাকিস্তানি সেনাদের হটিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যান।

পাকিস্তানি বাহিনী সোনম বাহিনীর নজরে। সোনম নির্দেশ দেন, ফায়ারিং রেঞ্জের মধ্যে আসার আগে যেন কেউ না এগোয়।

পাকিস্তানি বাহিনীর ফায়ারিং রেঞ্জে আসতেই শুরু হয় গুলির লড়াই। মুহূর্তে চারজন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর লক্ষ্য হয়ে ওঠে চোরবত লা। এটাই ছিল পাকিস্তানি সেনাদের ভারতে প্রবেশের অন্যতম রাস্তা।

সোনম জানতেন তার কাছে অস্ত্রবল নেই। আর সামনের সীমান্ত পেরোলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর। অত উচ্চতায় নিঃশ্বাস নেয়া যাচ্ছিল না। কিন্তু সেসব নিয়ে ভাবেননি সোনম। আরও এগিয়ে যেতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি বাহিনীকে ধরাশয়ী করে চোরবত লা আয়ত্তে নিয়ে আসেন মেজর সোনম। সূত্র: জিনিউজ