যে কারণে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

১৯৮৬ বিশ্বকাপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর কেটে গেছে ৩২ বছর। রাশিয়ায় এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। যে গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ বলছেন বিশেষজ্ঞরা।

কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা বলেছেন, ‘বিশ্বকাপে মেসিদের প্রতিপক্ষরা গুরুত্ব না দিলে সুবিধা আর্জেন্টিনার। মনে রাখবেন, সবসময় কিন্তু ফেভারিট দল চ্যাম্পিয়ন হয় না। ঠিকঠাক পরিকল্পনা মতো খেলতে পারলে রাশিয়া বিশ্বকাপে ভালো ফল করতেই পারে মেসিরা।’

সঙ্গে জুড়ে দিয়েছেন মেসিকে নিয়ে তার আশার কথা, ‘এই বিশ্বের সেরা ফুটবলারই তো আমাদের দলে। তাহলে বিশ্বকাপ জয়ের আশা করব না কেন? আগামী এক মাস দলে বড়সড় কোনো চোট সমস্যা না হলে বিশ্বকাপ নিয়ে ফিরতেই পারে আর্জেন্টিনা।’

বিশ্বকাপে নিজেদের গ্রুপ সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন বাতিগোল। বলেছেন, ‘গ্রুপে আইসল্যান্ড আছে। গত ইউরোতে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা আবার আগে কখনও খেলেনি ওদের বিপক্ষে। বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াও দুর্দান্ত দল। তবে কোচ হোর্হে সাম্পাওলি জানেন নকআউটে যাওয়ার রাস্তা।’

বাতিস্তুতাকে মনে করিয়ে দেয়া হয়েছিল, সম্প্রতি সাম্পাওলির কোচিংয়ে আর্জেন্টিনার খারাপ পারফরম্যান্সের কথা। যে প্রসঙ্গে বাতিস্তুতা বলেছেন, ‘সেই ম্যাচগুলোতে মেসি খেলেনি বেশির ভাগ সময়। আর বিশ্বকাপে দেখা যাবে সম্পূর্ণ অন্য আর্জেন্টিনাকে।