জগন্নাথপুরের এক ব্যক্তি দুই সপ্তাহ ধরে নিখোঁজ

ডেস্ক রিপোার্ট :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীঘলবাঁক আটঘর গ্রামের মদরিছ আলীর ছেলে মো শাহজান আলী ২২ মে থেকে নিখোঁজ রয়েছেন।

ঐ দিন সকাল ১০টার দিকে তিনি বাড়ির কাছে নিজেদের রাইসমিলে যান। এরপর আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তার ভাই মো আব্দুস সামাদ পরদিন জগন্নাথপুর থানায় একটি জিডি করেছেন। মো শাহজান আলীর ০১৭২০৮১৯৪৩৯ মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

মো শাহজান আলীর বয়স ৩২ বছর। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমÐল লম্বাটে, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাকে কেউ খুঁজে পেলে বা তার সন্ধান পেলে ০১৭২২৪৬২৯৬৭ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।